সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে খুন 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে খুন 

বাঁশখালী পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ বাহারুল্লাহপাড়া জলদী আধুনিক হাসপাতালের বিপরীতে মায়ের দোয়া বেকারির ভিতর শাহ আলম নামে একজন বেকারি কর্মচারী খুন হওয়ার ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সন্ধায় একটি মেয়েকে উত্যক্ত করার জেরে এই বেকারির অন্য কর্মচারী মাহবুবের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে মালিক পক্ষ এসে বিষয়টি সমাধান করে। কিন্তু গভীর রাতে ঘুমের ঘোরে কথা কাটাকাটির জের নিয়ে একটি লাটি দিয়ে শাহ আলমকে মাথায়, চোখে, ডান কানে আঘাত করে চলে যায় মাহবুব। 

পরে সবাই ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখতে পায় শাহ আলম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওখানে থেকে শাহ আলমকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরবরা উদ্দীন তাকে মৃত ঘোষণা করে।

নিহত শাহ আলম চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপকানিয়া, ৯নং ওয়ার্ড মাইজপাড়ার মৃত নুর আহমেদের পুত্র।

জানা যায়, বাঁশখালী পৌরসভা মায়ের দোয়া বেকারিতে কর্মরত শারমিনের সঙ্গে ভিকটিম শাহ আলম দুষ্টমি ও ঠাট্টা মশকারী করায় বেকারির অন্য কর্মচারী মাহাবুব রহমান ওই বিষয় নিয়ে ভিকটিম শাহ আলমের সঙ্গে তর্কে জড়িয়ে যায়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং মাহাবুব উত্তেজিত হইয়া ময়দা মাখার টিন ভিকটিম শাহ আলমের দিকে ছুড়ে মারে। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বাঁশখালী থানার এসআই (নি.) মং থোয়াই হ্লা চাকমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সুরতহাল রিপোর্টের জন্য।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে শাহ আলম নামের একজন লোক খুন হয়। আমরা নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নাই তবে এজাহার প্রাপ্তি সাপেক্ষে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ